ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাস্তা কর্তন বাবদ চসিককে ৩২ লাখ টাকা দিল ওয়াসা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
রাস্তা কর্তন বাবদ চসিককে ৩২ লাখ টাকা দিল ওয়াসা চসিক প্রশাসকের হাতে চেক তুলে দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ

চট্টগ্রাম: রাস্তা কর্তন বাবদ চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) ৩২ লাখ ২৯ হাজার টাকার দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের হাতে চেক তুলে দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ।

প্রশাসক বলেন, ওয়াসা রাস্তা কর্তনের সময় চসিকের রাস্তা সংস্কার কাজে নিয়োজিত গাড়ি প্রস্তুত থাকবে। রাস্তা কর্তনের পরপরই পুনরায় রাস্তা সংস্কার করা হবে।

যাতে নগরবাসী বা সাধারণ জনগণের কোনো রকম দুর্ভোগ পোহাতে না হয়।  

এ সময় চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, চট্টগ্রাম ওয়াসার প্রকল্প পরিচালক মো. আরিফুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।