ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ার দু’টি কেন্দ্রে সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
লোহাগাড়ার দু’টি কেন্দ্রে সংঘর্ষ আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: ইউনিয়ন পরিষদ নির্বাচনে লোহাগাড়া উপজেলার দু’টি ইউনিয়নের দু’টি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (২০ অক্টোবর) আমিরাবাদ ইউনিয়নের সুফিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে এবং লোহাগাড়া ইউনিয়নের তৈয়বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বাংলানিউজকে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত দু’টি কেন্দ্রে বেশি ঝামেলা হয়েছে।

এ ছাড়া আরও বেশ কয়েকটি কেন্দ্রে ছোটখাটো ঝামেলা হয়েছে। পুলিশ তৎপর রয়েছে।  

কোনো কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে কিনা জানতে চাইলে লোহাগাড়া উপজেলার নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমেন খান বাংলানিউজকে বলেন, ছোটখাটো ঝামেলা হলেও সার্বিকভাবে নির্বাচনে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ চলছে। কোনো কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ রাখার মতো পরিস্থিতি হয়নি।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।