ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

চট্টগ্রাম: অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে আনোয়ারায় ৩ ফার্মেসি মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আনোয়ারা সদরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

ওষুধ প্রশাসন অধিদফতর এতে সহায়তা করে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।
তিনি বাংলানিউজকে জানান, উপজেলা সদরের টিটি মেডিসিন, দত্ত ফার্মেসি এবং আর রাহমান ড্রাগ হাউসে কোনো ফার্মাসিস্ট ছিলো না।

এসব ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি নির্দিষ্ট তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের জন্য ফ্রিজ রাখা হয়নি। ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে প্রত্যেক ফার্মেসিকে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।