ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা

চট্টগ্রাম: প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন শিক্ষা উপমন্ত্রী ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সভায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে কীভাবে আরও বেশি কর্মোপযোগী করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সালের বাজেট অনুমোদন দেওয়া হয়।  

সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নাট্যব্যক্তিত্ব ও একুশে পদকপ্রাপ্ত নাসির উদ্দিন ইউসুফ ও রেমন্ড আরেং, হাসিনা মহিউদ্দিন, সাবিহা মুসা ও বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।