ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভারত পোলিওমুক্ত না হওয়ায় বাংলাদেশ পোলিও ঝুঁকিতে আছে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
ভারত পোলিওমুক্ত না হওয়ায় বাংলাদেশ পোলিও ঝুঁকিতে আছে

চট্টগ্রাম: গত ৫ বছরে বাংলাদেশে কোনো পোলিও রোগী শনাক্ত হয়নি। তবে পার্শ্ববর্তী দেশ ভারত পোলিওমুক্ত না হওয়ায় বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করা যায়নি।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ৩ টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিশ্ব পোলিও দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে পোলিও সংক্রমণের ঝুঁকি রয়েই গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা অনুযায়ী আশপাশের দেশগুলো পোলিও রোগের অবস্থা পরপর ৩ বছর শূন্যের কোটায় থাকতে হবে।

আশপাশের দেশগুলো পোলিওমুক্ত হলেই বাংলাদেশ পোলিও নির্মূলের সনদ পাবে। তাই সনদ না পাওয়া পর্যন্ত পোলিও টিকা দান কর্মসূচি চালিয়ে নিতে হবে।  

সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে ছিলেন দৈনিক পূর্বকোণের প্রকাশক জসিম উদ্দিন আহমদ, রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর ডা. বেলাল উদ্দিন, ডিস্ট্রিক্ট গভর্নর ড. আনিসুজ্জামান, শাহীদ আহমেদ চৌধুরী, ডিস্ট্রিক্ট সেক্রেটারি রেজাউল করিম চৌধুরী।

দিবসটি উপলক্ষে দেশ ব্যাপী সাতদিনের কর্মসূচি পালনের তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে। পরে বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।