ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে দুর্বৃত্তের ছোঁড়া পাথরে রেলের কর্মকর্তাসহ আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
চন্দনাইশে দুর্বৃত্তের ছোঁড়া পাথরে রেলের কর্মকর্তাসহ আহত ৫

চট্টগ্রাম: চন্দনাইশে সেকশন লাইন পরিদর্শনের সময় দুর্বৃত্তের ছোঁড়া পাথরে রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে চক্রশালা স্টেশনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-ডিএসটিই জাহেদ আরেফীন পাটোয়ারী তন্ময়, ডিএইন-১ আব্দুল হামিদ মুকুল, ফারুক হোসেন, সিগন্যালের মো. নুরুল ইসলাম, মো. সাইফুল্লাহ।

সূত্র জানায়, চট্টগ্রাম থেকে দোহাজারী রুটে মোটরট্রলি যোগে সেকশন লাইন পরিদর্শনের সময় দুর্বৃত্তরা মোটরট্রলি লক্ষ্য করে পাথর ছোঁড়ে। এসময় সেখানে থাকা রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ পাঁচজন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ডিএসটিই জাহেদ আরেফীন পাটোয়ারী তন্ময় বাংলানিউজকে বলেন, চন্দনাইশের চক্রশালা স্টেশন ক্রস করার সময় কিছু বুঝার উঠার আগেই মোটরট্রলিতে পাথর ছোঁড়া হয়। এসময় আমিসহ বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী আহত হই। এ বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনীকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
জেইউ/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।