ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কণিকা’র কমিটিতে সভাপতি মাসউদ, সম্পাদক সাব্বির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
কণিকা’র কমিটিতে সভাপতি মাসউদ, সম্পাদক সাব্বির

চট্টগ্রাম: রক্তদাতা সংগঠন কণিকা’র নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। নগরের জিইসি মোড়ে সংগঠনটির প্রধান কার্যালয়ে সোমবার (২৩ নভেম্বর) বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা এগারোটায় কণিকা’র সহপ্রতিষ্ঠাতা সাঈদ আহমদ নাসিফের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে সপ্তম বার্ষিক সাধারণ সভা ২০২০ শুরু হয়। সভা পরিচালনা করেন সংগঠনটির আরেক সহপ্রতিষ্ঠাতা সাইফুল্লাহ মুনির।

সভায় ২০১৯-২০ কার্যনির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম গত বছরের সাংগঠনিক কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

এসময় তিনি বলেন, ‘আমি গত একবছর সভাপতির দায়িত্বে থেকে চেষ্টা করেছি কণিকাকে এগিয়ে নেয়ার, কণিকাকে ঘিরে আমাদের যে প্রত্যাশা তা পূরণ করার। তবুও আমাদের যা যা সীমাবদ্ধতা ছিলো আশা করছি নতুন কমিটি সেসব ডিঙিয়ে গিয়ে কণিকাকে অনেকদূর এগিয়ে নেবে।

এরপর অনুষ্ঠিত হয় ২০২০-২১ বর্ষে কার্যনির্বাহী কমিটির নির্বাচন। প্রতিবার সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হলেও এবার করোনা প্রাদুর্ভাবের কারণে তা হয়নি।

সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটিতে আব্দুল্লাহ আল মাসউদকে সভাপতি ও মো. তারেক সাব্বিরকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মো. জামিউল ইসলাম জামিল।

এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি নাঈমুল হাসান, সহ-সভাপতি সিমলা চৌধুরী পুষ্প, সহ-সাধারণ সম্পাদক রেশমী দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন মাহমুদ মাছুম, যুগ্ম-সাধারণ সম্পাদক নুসরাত জাহান তানী, অর্থ সম্পাদক শামীমা আফরোজ নিপা, সহ-অর্থ সম্পাদক সুমাইয়া বিনতে কামরুল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল আদিল, সহ-দফতর সম্পাদক মুবতাসিম ইবনে মোস্তফা, প্রচার সম্পাদক আসমা আক্তার কলি, সহ-প্রচার সম্পাদক আরাফাত বিন হাসান, প্রকাশনা সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সহ-প্রকাশনা সম্পাদক মো. রাহিন ইফতেশাম, ক্যাম্পেইন সম্পাদক কফিল উদ্দিন, সহ-ক্যাম্পেইন সম্পাদক আজগর হোসাইন মাহমুদ, আইটি সম্পাদক ফরহাদুল ইসলাম এবং সহ-আইটি সম্পাদক হামজা মুহতাদী ইবনে মামুন।  

এসময় নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি কোভিড-১৯ ভাইরাসের কারণে মন্থর হয়ে যাওয়া সাংগঠনিক কার্যক্রম নতুন উদ্যমে শুরু করার প্রত্যাশা করেন।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ‘আমার উপর অর্পিত দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবো আমি। কণিকা’র সকল সদস্যদের সহযোগিতা অব্যাহত থাকলে আমরা ভালো কিছু করতে পারবো। '

করোনা প্রাদুর্ভাবের মধ্যে বিশেষ ব্যবস্থায় অনুষ্ঠিত এ নির্বাচন সম্পর্কে সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা সাইফুল্লাহ মুনির বলেন, ‘এই করোনাকালে বাংলাদেশ সহ সারাবিশ্ব আজ কঠিন একটা সময় পার করছে। তাই স্বাভাবিকভাবেই নব নির্বাচিত কমিটির সামনেও এই চ্যালেঞ্জ থাকবে। আমি আশা করছি তারা এই মহামারীকালে আরো বেশি অসহায় মানুষের কাছে লাল ভালোবাসা রক্ত আর জীবনরক্ষাকারী প্লাজমা পৌঁছে দেবে। ’

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
জেইউ/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।