ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাস্ক না পরায় ৮০ জনকে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
মাস্ক না পরায় ৮০ জনকে জরিমানা 

চট্টগ্রাম: মাস্ক না পরায় চট্টগ্রামে ৮০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ নভেম্বর) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

বহদ্দার হাট ও বাকলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। মাস্ক না পরায় তিনি ১৫ মামলায় ১৫ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করা করেন।

ডিসি হিল, সিআরবি, টাইগারপাস, রেলওয়ে জাদুঘর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসেন। তিনি ১৩ মামলায় ১৩ জনকে ৯৬৫ টাকা জরিমানা করা হয়।  

ষোলশহর কর্ণফুলী বাজার ও বিপ্লব উদ্যান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। তিনি ২১ মামলায় ২২ জনকে ৩ হাজার ৮০০ টাকা জরিমানা করেন।

পতেঙ্গা সৈকত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন। তিনি ২৩ মামলায় ৩০ জনকে ৩ হাজার ৪০০ টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এমআর/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।