ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহিউদ্দীন চৌধুরীর স্থান চট্টগ্রামের মানুষের মণিকোঠায়: তোফায়েল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
মহিউদ্দীন চৌধুরীর স্থান চট্টগ্রামের মানুষের মণিকোঠায়: তোফায়েল

চট্টগ্রাম: এবিএম মহিউদ্দীন চৌধুরীর স্থান চট্টগ্রামের মানুষের মণিকোঠায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।  

তোফায়েল আহমেদ বলেন, এবিএম মহিউদ্দীন চৌধুরী ছিলেন প্রখ্যাত যোদ্ধা।

তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আজকে মহিউদ্দীন চৌধুরীর কথা খুব মনে পড়ে।
তার স্মৃতি চট্টগ্রামের মানুষের মণিকোঠায়। চট্টগ্রামের মানুষের কাছে তিনি খুব জনপ্রিয় নেতা ছিলেন। চট্টগ্রামের রাজনীতিতে এবিএম মহিউদ্দিন চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।  

চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত‍্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।  

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা মো. ইউনুছের পরিচালনায় স্বরণ সভায় মূখ্য আলোচক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এবিএম মহিউদ্দীন চৌধুরীর সন্তান ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।  

বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।