ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহিউদ্দিন চৌধুরী অন্যায়ের কাছে মাথা নত করেননি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
মহিউদ্দিন চৌধুরী অন্যায়ের কাছে মাথা নত করেননি

চট্টগ্রাম: ‘মহিউদ্দিন চৌধুরী অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তোয়াক্কা করেননি মামলা, হামলা, জুলুম-নির্যাতনের।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন নগর যুবলীগ নেতারা।

এসময় বক্তারা বলেন, স্বৈরাচার এরশাদকে তিনি চট্টগ্রামে নামতে দেননি।

অসহযোগ আন্দোলন করে চট্টগ্রাম অচল করে দিয়ে চারদলীয় জোট সরকারের পতন তরান্বিত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল আলম সুমন, সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, মাহাবুব আলম আজাদ, রেজাউল করিম কায়সার, নেছার আহমেদ, আব্দুল আউয়াল, ছাবের আহমেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মোয়াজ্জেম হোসেন নান্টু প্রমুখ।

এর আগে চশমাহিলস্থ মহিউদ্দিন চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগ নেতাকর্মীরা। পরে তার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।