ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাদার্ন ইউনিভার্সিটিতে মুজিববর্ষের দেয়ালিকা প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
সাদার্ন ইউনিভার্সিটিতে মুজিববর্ষের দেয়ালিকা প্রতিযোগিতা মুজিববর্ষের দেয়ালিকা প্রতিযোগিতা।

চট্টগ্রাম: সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে বিজয়ের মাসে মুজিববর্ষের বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেয়ালিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

সম্প্রতি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. ইসরাত জাহান।

উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক, কর্মকর্তাসহ শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় নয়টি দলে মোট ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক বিজয় সংকর বড়ুয়া।
 
দেয়ালিকার বিষয়বস্তু ছিলো- বাংলাদেশ ও স্বাধীনতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর জীবনী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ওমর সায়িফ ও তার দল এবং দ্বিতীয় স্থান লাভ করেন পল্লব দে ও তার দল।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. ইসরাত জাহান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।