ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে সাদাত ব্রিকস ও পুকরিয়ার চেয়ারম্যানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
বাঁশখালীতে সাদাত ব্রিকস ও পুকরিয়ার চেয়ারম্যানকে জরিমানা

চট্টগ্রাম: ইটভাটা তৈরি করতে পরিবেশ অধিদফতরের কাছ থেকে অবস্থানগত ছাড়পত্র না নেওয়ায় মেসার্স সাদাত ব্রিকস ম্যানুফ্যাকচার্সকে ২ লাখ টাকা ও ট্রেড লাইসেন্স দিয়ে মেসার্স সাদাত ব্রিকস ম্যানুফ্যাকচার্সকে সহযোগিতা করায় বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) শুনানি শেষে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এসব জরিমানার আদেশ দেন।

মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বাংলানিউজকে বলেন, পরিবেশ অধিদফতর থেকে অবস্থানগত ছাড়পত্র না নিয়ে মেসার্স সাদাত ব্রিকস ম্যানুফ্যাকচার্স স্থাপনা ইটভাটা তৈরি করেছে। স্থানীয় পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ২০১৮ সালে তাদের ট্রেড লাইসেন্স দিয়ে সহযোগিতা করেছে।

এ কারনে মেসার্স সাদাত ব্রিকস ম্যানুফ্যাকচার্সকে ২ লাখ টাকা সহযোগিতা করায় বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

এছাড়া গত ২৯ নভেম্বর মেসার্স সাদাত ব্রিকস ম্যানুফ্যাকচার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।  

এদিকে কক্সবাজারের রামু এলাকায় পাহাড় কাটার দায়ে খালেদা ইয়াসমিন গংকে ২ লাখ টাকা, বালু উত্তোলনের দায়ে বান্দরবানের লামা এলাকার আব্দুল হামিদ গংকে ১ লাখ টাকা, ছাড়পত্র বিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকার শহীদ এলপিজি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা, ছাড়পত্র বিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে চট্টগ্রামের কর্ণফুলী এলাকার মাল্টি চ্যানেল স্লিপওয়েকে ১ লাখ টাকা, শর্তভঙ্গের দায়ে সীতাকুণ্ডের মেহরীন শিপ রিসাক্লিংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

এছাড়া শর্তভঙ্গের দায়ে নোয়াখালী সদরের নিহা ব্রিকস ম্যানুফ্যাকচার্সকে ৫ হাজার টাকা, ফেনীর বেঙ্গল রাবার বাগানকে ২০ হাজার টাকা, হাটহাজারীর গ্লোবাল টোকনোলজিকে ১০ হাজার টাকা, বোয়ালখালীর নবাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা, ফেনী সদরের চাঁদওয়েল মিলকে ১ হাজার টাকা, চাঁদপুর সদরের তফাদার অটোরাইস মিলকে ১০ হাজার টাকা, নোয়াখালীর বেগমগঞ্জের মা অটো রাইস মিলকে ১ হাজার টাকা, শুলাকিয়ার প্রভিটা ব্রিডার্স লিমিটেডকে ১ হাজার টাকা ও বেগমগঞ্জের গোল্ডেন ফুডকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

পৃথক শুনানি শেষে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এসব জরিমানার আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।