চট্টগ্রাম: আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটির সদস্য মনোনীত হয়েছেন সাতকানিয়ার সন্তান জাহেদুর রহমান সোহেল।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটির সদস্য মনোনীত করা হয়।
ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটির চেয়ারম্যান হিসেবে মঞ্চসারথী আতাউর রহমান ও সদস্য সচিব হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলকে মনোনীত করা হয় এবং ৪৩ জনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।
সাবেক ছাত্রলীগ নেতা জাহেদুর রহমান সোহেল এর আগে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এসকে/টিসি