ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অস্থায়ী বাজারেই আগ্রহ ক্রেতাদের

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
অস্থায়ী বাজারেই আগ্রহ ক্রেতাদের ফাইল ছবি।

চট্টগ্রাম: প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত নগরের নন্দনকানন বৌদ্ধ মন্দির সড়ক, জামালখান, রাজাপুকুর লেইন, সদরঘাট, ষোলশহর রেল গেইট, মোহরা কামাল বাজার সহ বিভিন্ন স্থানে বসে দুই-তিন ঘন্টার অস্থায়ী বাজার।

রেয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়ি বাজারের চাইতে এসব অস্থায়ী বাজারে গিয়ে সবজি-মাছ কিনতেই আগ্রহ বেশি ক্রেতাদের।

কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক সারোয়ার আলম প্রায়ই সকালে আসেন বৌদ্ধ মন্দিরের সামনের অস্থায়ী কাঁচাবাজারে। তিনি বাংলানিউজকে বলেন, ডিসি হিলে শরীরচর্চা শেষে এখান থেকে মাছ কিনি।

পুকুরের মাছ স্বাদে আলাদা। এই মাছ কাটার জন্য আছেন ৮-১০ জন। এছাড়া তাজা শাক-সবজিও পাওয়া যায়। বড় কাঁচাবাজারের চাইতে এখানে দামও তুলনামূলক কম। কিন্তু কেনাকাটার সময় খুব কম।

জামালখান সিঁড়ির গোড়া এলাকায় গিয়ে দেখা গেছে, সদ্য আনা সবজি ও মাছ কিনতে ক্রেতাদের ভিড়। এখানে দাম একটু বেশি হলেও বাজারের ভিড় এড়াতে সবাই আসেন। একই চিত্র দেখা গেছে রাজাপুকুর লেইন, আন্দরকিল্লা, চকবাজার এলাকায়। এছাড়া অস্থায়ী বাজার উঠে যাওয়ার পর ভ্যানগাড়িতে করে সবজি নিয়ে যাওয়া হয় অলি-গলিতে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বাজারে নতুন আলু ৪৫-৫০ টাকা, পুরনো আলু ৩০-৩৫ টাকা, ফুলকপি ২০-৩০ টাকা, বাঁধাকপি ২৫ টাকা, মুলা ১০-১৫ টাকা, টমেটো ৭০-৮০ টাকা, বেগুন ৩০-৩৫ টাকা, শিম ৩০-৪০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৩৫ টাকা, শসা ৪০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, গাজর ৪০ টাকা, কাঁচা পেপে ৩০ টাকা, ঝিঙ্গা ৫৫-৬০ টাকা, শিমের বিচি ২০০-২২০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা, লাউ ২০ টাকা পটল ৩০-৪০ টাকা, লাল শাক ও পালং শাক প্রতি আঁটি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।  

বাজারে ইলিশ, চিংড়ি, কোরাল, লইট্যা, বাটা, তেলাপিয়া, রুই, কাতাল, পাবদা, ছুরি, কই, শিং মাছের দাম গত সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে। তেলাপিয়া ১০০-১২০ টাকা, রুই ১৮০-২০০ টাকা, কাতাল ২০০-২৪০ টাকা, কই ৪৫০ টাকা, শিং ৫০০ টাকা, চিংড়ি ৪৫০ টাকা, রূপচাঁদা ৫৫০ টাকা, কোরাল ৫৫০ টাকা, লইট্যা ৮০-১০০ টাকা, বাটা ২০০ টাকা, পাবদা ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১১৫ টাকা, সোনালী ২০০ টাকা, লেয়ার ১৮০ টাকা, গরুর মাংস ৬০০ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে।  

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।