ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
সীতাকুণ্ডে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম: সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে ফরিদুল আলম (৫৭) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে ফৌজদারহাট এলাকার রফিকের বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফরিদুল আলম বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় দোকান থেকে বের হয়ে আর বাসায় ফিরেননি বলে জানিয়েছে পুলিশ।

ফরিদুল আলম ফৌজদারহাট এলাকার ফজলুল হকের ছেলে।

 

সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ফৌজদারহাট এলাকার রফিকের বাড়ির পেছন থেকে ফরিদুল আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা বলা যাচ্ছে না।  

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।