ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বড়দিনে আর্চ বিশপকে আ জ ম নাছিরের শুভেচ্ছা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
বড়দিনে আর্চ বিশপকে আ জ ম নাছিরের শুভেচ্ছা  শুভেচ্ছা জ্ঞাপন।

চট্টগ্রাম: খৃষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র বড়দিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন পাথরঘাটা ক্যাথলিক গীর্জার আর্চ বিশপ লেনের্ড ডি কষ্টা রিভেরোকে শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পাথরঘাটা ক্যাথলিক চার্চে আ জ ম নাছির উদ্দীনের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফসহ নেতাকর্মীরা উপস্থিত হয়ে আর্চ বিশপের হাতে পুষ্পস্তবক ও উপহার সামগ্রী তুলে দেন।


 
এসময় সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আওয়ামীলীগ নেতা তারেক সর্দার, জাহাঙ্গীর আলম, ফজলে হাসান চৌধুরী, সামিউল হাসান রুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।