ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দোষী হলে বাবুনগরীর শাস্তি চান আল্লামা শফীর শ্যালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
দোষী হলে বাবুনগরীর শাস্তি চান আল্লামা শফীর শ্যালক চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন।

চট্টগ্রাম: হেফাজত ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর ঘটনায় পরিবারের দায়ের করা মামলায় বর্তমান আমির বাবুনগরী দোষী হলে তার শাস্তি দাবি করেছেন আল্লামা শফীর শ্যালক মো. মঈন উদ্দিন।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

 

তিনি বলেন, আদালতে মামলা হয়েছে। পিবিআই তদন্তের দায়িত্ব পেয়েছে।

তদন্তে দোষীরা চিহ্নিত হবেন। কিন্তু দুঃখের বিষয়, জুনায়েদ বাবুনগরী গংরা মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে।

শফীর শ্যালক বলেন, ‘মামলা নিয়ে তাদের এত ভয় কেন? যদি তারা নির্দোষ হয়ে থাকেন তাহলে আমাদেরকে মামলা প্রত্যাহারের হুমকি কেন দেওয়া হচ্ছে? আমরা হুমকির প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি সরকারের কাছে আবেদন জানাচ্ছি- যাতে মামলাটি দ্রুত বিচার আইনে হয়। ’

মামলার বাদি মঈন উদ্দিন বলেন, ‘জুনায়েদ বাবুনগরী যদি নির্দোষ হন তাহলে আমাদের কোনো রাগ বা অভিমান নেই। কিন্তু তিনি যদি দোষী হন তাহলে তার শাস্তি ও ফাঁসি দাবি করছি। ’ 

আল্লামা শফির মৃত্যুর আগে দুইদিন ধরে চলা ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসা কী ঘটেছে তা সবাই জানে। কওমি ভিশন নামে অনলাইন টিভির মাধ্যমে জুনায়েদ বাবুনগরী হাটহাজারী মাদ্রাসায় অবস্থান করে সব লাইভে প্রচার করেছেন। সে সময় আহমদ শফীর রুম কীভাবে ভাঙচুর এবং লুট করা হয়েছে সেটি সবাই দেখেছেন। মাওলানা নাছির উদ্দিন মুনীর, মীর ইদ্রিস, মাওলানা শহীদুল্লাহ, ইনআমুল হাসান, জুনায়েদ বাবুনগরীর উপস্থিতিতে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদ থেকে আহমদ শফীকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। ’

এর আগে গত ১৭ ডিসেম্বর ৩৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয় আদালতে। এর প্রতিবাদে গত ২৩ ডিসেম্বর জুনাইদ বাবুনগরী সংবাদ সম্মেলন করে আল্লামা শফীর মৃত্যু স্বাভাবিক ছিল বলে দাবি করেন।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।