চট্টগ্রাম: প্রবীণ সাংবাদিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য তমাল চৌধুরী আর নেই। রোববার (২৭ ডিসেম্বর) ভোররাত ৩টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
এর আগে সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রয়াতের মরদেহ আনা হলে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
প্রবীণ সাংবাদিক তমাল চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের শোকবার্তায় প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তমাল চৌধুরী ১৯৭৪ সালে সাংবাদিকতা পেশা শুরু করেন। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া উপকমিটির সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যের দায়িত্বও পালন করেন প্রবীণ এ সাংবাদিক।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এআর/টিসি