ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দ্রুতগামী পিকআপ চাপায় কলেজছাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
দ্রুতগামী পিকআপ চাপায় কলেজছাত্রী নিহত প্রতীকী ছবি

চট্টগ্রাম: সীতাকুণ্ডে দ্রুতগামী পিকআপ চাপায় শারমিন সুলতানা রিয়া (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।  রোববার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বড় দারোগারহাট বাজারে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত শারমিন সীতাকুণ্ড ডিগ্রি কলেজের ছাত্রী।  

সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘পাশে ফুটওভারব্রিজ ছিল।

সেটি ব্যবহার না করে মূল সড়ক দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী পিকআপের চাপায় ওই ছাত্রী নিহত হন। এ ঘটনায় পিকআপটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।  

নিহতের পরিবার মামলা করেনি। আবেদন করে ময়নাতদন্ত ছাড়া মরদেহ বাড়ি নিয়ে গেছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।