ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেফারিকে বাঁশির মূল্য বুঝতে হবে: আ জ ম নাছির 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
রেফারিকে বাঁশির মূল্য বুঝতে হবে: আ জ ম নাছির  রেফারিজ প্রশিক্ষণ কোর্স সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

চট্টগ্রাম: মানসম্পন্ন রেফারি হিসেবে নিজেকে তৈরি করা গুরুত্বপূর্ণ উল্লেখ করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ফুটবল খেলা পরিচালনার মূল দায়িত্ব একজন রেফারির| খেলার মাঠে খেলোয়াড়রা বিভিন্ন ভাবে রেফারিকে চাপে রেখে নিজেদের উদ্দেশ্য সফল করতে চান| 

কিন্তু রেফারিকে তার সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে খেলা পরিচালনা করতে হয়| তার বাঁশির ওপর একটি দলের জয় পরাজয় অনেকটা নির্ভর করে |সুতরাং একজন রেফারিকে তার বাঁশির মূল্য বুঝতে হবে| তার বাঁশিই তাকে নিয়ে যাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে| 

রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ( সিজেকেএস) সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ  অ্যাসোশিয়েশনের উদ্যোগে নতুন রেফারিজ প্রশিক্ষণ কোর্স সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন| 

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবুর সভাপতিত্বে ও হেলাল উদ্দিন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে সিজেকেএস সহসভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আমিন, রূপালী আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুজ্জামান, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন, সহসভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম, প্রশিক্ষক তৈয়ব হাসান শামসুজ্জামান, নজরুল কবির দীপু প্রমুখ বক্তব্য দেন| 

অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী ১২০ জন রেফারিকে সনদ দেওয়া হয়|

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এআর/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।