ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট                  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

চট্টগ্রাম: সীতাকুণ্ডের ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।

রোববার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া টাইমবাজার এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে আরাফাত (২২) ও কালো মিয়ার ছেলে সুরত আলম (২৩)।  দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল নাম্বার: কক্সবাজার ল-১১৬৯০৯।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে লড়িতে ঢুকে গেলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ওই দুই যুবক নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
জেইউ/টিসি/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।