ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রতিষ্ঠাবার্ষিকীতেও পৃথক কর্মসূচি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
প্রতিষ্ঠাবার্ষিকীতেও পৃথক কর্মসূচি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের

চট্টগ্রাম: সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতেও পৃথক কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতারা। সংগঠনের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে একটি অংশ এবং সহ-সভাপতি মিথুন মল্লিক ও যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেলের নেতৃত্বে অপর একটি অংশ পৃথক কর্মসূচি পালন করে।

 

সোমবার (৪ জানুয়ারি) মহানগর ছাত্রলীগের নেতারা পৃথক কর্মসূচি পালন করেন।  

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে অংশটি সিআরবি শিরিষ তলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে।

 

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন।  

ছাত্রলীগের নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন। পরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পায়রা উড়ানোর পর কেক কাটেন তারা।  

এতে অংশ নেন মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি তালেব আলি, নাজমুল হাসান রুমি, রুমেল বড়ুয়া রাহুল, ইয়াছিন আরাফাত কচি, একরামুল হক রাসেল, নোমান চৌধুরী, আ.ফ.ম সাঈফউদ্দিন, মঈনুল হাসান চৌধুরী, শাহিন মোল্লা, ফররুখ আহমেদ পাভেল, নাঈম রনি, আমজাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রনি মির্জা, সুজন বর্মন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, সম্পাদক মন্ডলীর সদস্য কবীর আহমেদ, আবু তারেক রনি, মিনহাজুল আবেদীন সানি, মিয়া মোহাম্মদ জুলফিকার, ওসমান গনি বাপ্পি, শাহরিয়ার হাসান, লিটন চৌধুরী রিংকু, আশরাফ উদ্দিন টিটু, এম এ হালিম সিকদার মিতু, আবদুল আহাদ, শফিকুল ইসলাম পারভেজ, শরীফুল ইসলাম আদনান, শেখ শরফুদ্দিন সৌরভ, আবু হানিফ রিয়াদ, বোরহান উদ্দিন ফরহাদ, ফয়সাল সাব্বির, পিংকি সাহা, আলবীন নূর নাহিয়ান, সহ-সম্পাদক কাইছার মাহমুদ রাজু, এম হাসান আলি, সাব্বির সাকির, শুভ ঘোষ, শাহজাহান সাজু, কালাচাঁদ ভট্টাচার্য সীমান্ত, কার্যনির্বাহী সদস্য আরাফাত রুবেল, মোশাররফুল হক চৌধুরী পাভেল, মোস্তফা কামাল, সালাহউদ্দিন বাবু, মিজানুর রহমান মিজান, ইকবাল হোসেন নয়ন, শেখর দাশ, ইমরান সাওন, আবুল কালাম আজাদ, মমশাদ হোসেন রাব্বি, ফয়সাল অভি।  

এদিকে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন মল্লিক ও যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেলের নেতৃত্বে অপর একটি অংশটি আন্দরকিল্লা থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি বের করে।  

র‌্যালি উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফর আলী ও শেখ মাহমুদ ইছহাক। র‌্যালিটি আন্দরকিল্লা থেকে শুরু করে কোতায়ালী মোড় হয়ে দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।  

সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন মল্লিক সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল আলম রনি, মহিউদ্দিন মাহি, সরওয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মঈন শাহরিয়ার, সম্পাদকমন্ডলীর সদস্য অছিউর রহমান, মো. সোহেল, আশরাফুল ইসলাম, ইমরান আলী মাসুদ, মনির চৌধুরী, রাশেদ চৌধুরী, এস এম হুমায়ন কবির আজাদ, রায়হানুল কবির শামীম, নাছির উদ্দিন কুতুবী, সাব্বির চৌধুরী, সহ-সম্পাদক অরবিন সাকিব ইবান, ওসমান গণি, আবু সায়েম সেতু, অভি চৌধুরী, সদস্য সুজয়মান বড়ুয়া জিতু, সৈকত দাশ, আবু সায়েম, গাজী আক্কাস, নুরুল হক মনির, নিউটন দে, ফাহাদ আনিস, নেওয়াজ খান, জালাল আহমেদ রানা, আমিনুল ইসলাম শাওন, ইফতেখার হোসেন।

ছাত্রলীগের এ অংশের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা রায়হান ইউসুফ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আনোয়ার হাফিজ, নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, দিদারুল আলম দিদার, শৈবাল দাশ সুমন, সুমন দেবনাথ, ওয়াহিদুল আলম শিমুল, জাবেদুল আলম সুমন, হেলাল উদ্দিন, শহিদুল কাউসার, আবুল মনসুর চৌধুরী, সাখাওয়াত হোসেন সাকু, ফারুক চৌধুরী, মিনহাজুল আবেদন চৌধুরী সায়েম, প্রবীর বণিক, অশোক দে বিটন, মাহমুদুল হক আবু, আবদুল্লাহ আল মামুন, ইয়াছির আরাফাত, সুমন চৌধুরী, হেলাল উদ্দিন, মকসুদ আলী, রিদেয়ান ফারুক, রুবেল আহমেদ বাবু, আবু সুফিয়ান, শাহেদ মিজান, আরিফ মঈনুদ্দিন, শরীফ আহমেদ।  

পৃথকভাবে এসব কর্মসূচি পালনের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের দুই পক্ষ থেকে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।