ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
বোয়ালখালীতে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চেয়ারম্যান আছিয়া খাতুনের সভাপতিত্বে সভা ।

চট্টগ্রাম: বোয়ালখালীতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ব্যাপক শুরু হচ্ছে।  

শুক্রবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় কধুরখীল উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।

এ টুর্নামেন্টে উপজেলার ১২টি দল চারটি গ্রুপে অংশ নিচ্ছে।  

এ উপলক্ষে রোববার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চেয়ারম্যান আছিয়া খাতুনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণকারী প্রত্যেক দলের প্রতিনিধিদের খেলার নীতিমালা সম্পর্কে অবহিতকরণ, লটারির মাধ্যমে গ্রুপ নির্ধারণ, খেলার সময়সূচি প্রণয়ন ও রেফারিদের নির্দেশনা দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও এমপি গোল্ডকাপ ফুটবল খেলার টুর্নামেন্টের মহাসচিব এস এম শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মিডিয়া কমিটির চেয়ারম্যান সাংবাদিক মো. লোকমান চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, এসএম জসিম, মো. আবদুল মান্নান মোনাফ, হেলাল উদ্দিন টিপু, সাবেক ফুটবলার ফজলুল কবির, আলী আকবর, জসিম উদ্দিন, পংকজ চন্দ, কার্তিক শীল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।