ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বকেয়া বেতনের দাবিতে হাবিব গ্রুপের শ্রমিকদের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
বকেয়া বেতনের দাবিতে হাবিব গ্রুপের শ্রমিকদের অবস্থান

চট্টগ্রাম: বকেয়া বেতনের দাবিতে হাবিব গ্রুপের মালিকানাধীন কর্ণফুলী ইপিজেড এলাকার পিআরএম ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। দুইদিন ধরে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন।

 

সোমবার (১১ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকেও পিআরএম ফ্যাশন লিমিটেডের ২০০ শ্রমিককে লাভলেইন মোড়ে হাবিব গ্রুপের অফিসের সামনে অবস্থান করতে দেখা গেছে।  

পিআরএম ফ্যাশন লিমিটেডের শ্রমিক আবদুল মতিন বাংলানিউজকে বলেন, আমরা বকেয়া বেতনের দাবিতে গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছি।

পিআরএম ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ আমাদের বকেয়া বেতন পরিশোধ করছে না। মালিকপক্ষ আমাদের বেতন দেওয়া হবে বলেও জানালেও তাদের কোনো খবর নেই। আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবো।  

লাভলেইন মোড়ে হাবিব গ্রুপের অফিসের সামনে উপস্থিত শিল্প পুলিশের পরিদর্শক বিমল কুমার চাকী বাংলানিউজকে বলেন, হাবিব গ্রুপের মালিকানাধীন কর্ণফুলী ইপিজেড এলাকার পিআরএম ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। দুইদিন ধরে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন। শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা করেনি।  

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।