ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
কর্ণফুলী নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম: কর্ণফুলী নদী থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক নারীর হাত-পা বাধা ও প্যাকেটে মোড়ানো মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।  

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে শাহ আমানত সেতুর দক্ষিণ পাড় থেকে মরদেহটি উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশের সদস্যরা।

 

পুলিশ ধারণা করছে, ওই নারীকে ৩-৪ দিন আগে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। হত্যার পর হাত-পা রশি দিয়ে বেধে একটি চেইনের প্যাকেটে ভরে মরদেহ নদীতে ফেলা হয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, সোমবার দুপুরে কর্ণফুলী নদীতে ভেসে আসা আনুমানিক ২৫ বছর বয়সী এক নারীর হাত-পা বাধা ও প্যাকেটে মোড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি অর্ধগলিত। সোমবার রাত পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। আমরা তার ডিএনএ সংগ্রহ করবো। হাতের আঙ্গুল পঁচে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া যাচ্ছে না।  

এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি এবিএম মিজানুর রহমান।  

ঘটনাস্থলে যাওয়া সদরঘাট নৌ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিউটন চৌধুরী বাংলানিউজকে বলেন, মরদেহটি ভেসে এসেছে। নদীর পাড়ে পাথরে আটকে গেলে লোকজন দেখতে পেয়ে আমাদের খবর দেয়। মরদেহটি একটি চেইনের ব্যাগের ভেতরে ছিল। ব্যাগটি ছিল বিছানার চাদর দিয়ে মোড়ানো ছিল। হাত-পা রশি দিয়ে ও মুখ ছিল গামছা দিয়ে বাঁধা ছিল। হত্যার পর ওই নারীর মরদেহ নদীতে ফেলে দেওয়া হতে পারে।  

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান এসআই নিউটন চৌধুরী।  

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘন্টা, জানুয়ারি ১১, ২০২১
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।