ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিএনজি অটোরিকশা চুরি করে টাকা আদায়, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
সিএনজি অটোরিকশা চুরি করে টাকা আদায়, গ্রেফতার ২

চট্টগ্রাম: সিএনজি অটোরিকশা চুরি করে মালিকের কাছ থেকে টাকা আদায় করে এমন একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগ। এ চক্রের সদস্যরা চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কৌশলে সিএনজি অটোরিকশা ছিনতাই করে।

 

সোমবার (১১ জানুয়ারি) ডবলমুরিং থানাধীন ইদগাঁ কাচারাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতার দুইজন হলো- মো. রফিকুল ইসলাম (৪৫) ও মো. মাঈন উদ্দিন প্রকাশ মনির (৪২)।

এদের মধ্যে মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি ও মো. মাঈন উদ্দিন প্রকাশ মনিরের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের পরিদর্শক মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, সিএনজি অটোরিকশা চুরি করে মালিকের কাছ থেকে টাকা আদায় করে এমন একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ  চক্রের সদস্যরা চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কৌশলে সিএনজি অটোরিকশা ছিনতাই করে। পরে মালিককে ফোন করে সিএনজি অটোরিকশা ফেরত দিতে টাকা আদায় করে। গত ১০ বছর ধরে তারা এসব কাজের সঙ্গে জড়িত বলে জানতে পেরেছি আমরা।  

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘন্টা, জানুয়ারি ১১, ২০২১
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।