ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার করলেন ডুবুরিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার করলেন ডুবুরিরা ফাইল ছবি

চট্টগ্রাম: নগরের বন্দর থানাধীন সল্টগোলা মিস্ত্রি পুকুর পাড় এলাকার মসজিদের পুকুর থেকে রিকশাচালক মোহাম্মদ কবিরের (৪৯) মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মোহাম্মদ কবির সোমবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে পুকুরে গোসল করতে গেলে নিখোঁজ হন। রাত ২টার দিকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

সকালে ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।  

মোহাম্মদ কবিরের ভাইয়ের বরাত দিয়ে স্থানীয় লোকজন জানিয়েছেন, তার গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর এলাকায়। গ্যারেজ থেকে রিকশা নিয়ে চালাতেন। মৃগী রোগ থাকায় তিনি পুকুরে ডুবে যান।    

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এআর/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।