ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আল্লামা শফীকে হত্যার অভিযোগ: নির্ধারিত সময়ে প্রতিবেদন দেবে পিবিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
আল্লামা শফীকে হত্যার অভিযোগ: নির্ধারিত সময়ে প্রতিবেদন দেবে পিবিআই ...

চট্টগ্রাম: আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে মামলার এজাহারে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে সব পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)বিশেষ পুলিশ সুপার ইকবাল হোসেন।    

তিনি বলেন, আলামত সংগ্রহের পাশাপাশি তদন্তের স্বার্থে যা কিছু করা প্রয়োজন সব করা হবে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনে গেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় পিবিআই জেলার পুলিশ সুপার নাজমুল হাসানও উপস্থিত ছিলেন।

 

পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, তদন্তের অংশ হিসেবে পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের বিষয়ে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাবে না। তবে আদালতের বেঁধে দেওয়া সময়ে মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি।

এ ব্যাপারে আল্লামা জুনায়েদ বাবুনগরী সাংবাদিকদের বলেন, আমি কিছু বলতে পারব না। তদন্ত দল যা কিছু জিজ্ঞেস করেছেন আমরা তাদের বলেছি৷ আমাদের যা বক্তব্য ছিল আমরা সংবাদ সম্মেলনে বলে দিয়েছি।

>> আল্লামা শফীকে হত্যার অভিযোগ: হাটহাজারী মাদ্রাসায় পিবিআই টিম

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এমএম/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।