চট্টগ্রাম: কর্ণফুলী থানা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শামসুল হক (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে ইছানগর বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শামসুল হক নোয়াখালীর সুধারাম থানা এলাকার চৌধুরী মাঝির ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে যান ওই শ্রমিক।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
জেইউ/এমআর/টিসি