ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম: কর্ণফুলী থানা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শামসুল হক (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে ইছানগর বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শামসুল হক নোয়াখালীর সুধারাম থানা এলাকার চৌধুরী মাঝির ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে যান ওই শ্রমিক।

উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।