ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পৌর নির্বাচন: ভোটারদের বাধা দেয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
পৌর নির্বাচন: ভোটারদের বাধা দেয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

চট্টগ্রাম: ভোটকেন্দ্র থেকে দলীয় এজেন্টদের বের করে দেয়া এবং ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা প্রদানসহ নানান অভিযোগ করেছেন সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. আবুল বশর।  

শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে সন্দ্বীপের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

 

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদান করার কারণে ভোটাররা কেন্দ্রে যেতে পারেননি। কিছু সংখ্যক ভোটার কেন্দ্রে আসলেও জোর করে নৌকা মার্কায় সীল মারতে বাধ্য করা হয়েছে।

 

এই প্রার্থী বলেন, সব কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে পৌর এলাকায় বাইরের লোকজন এনে কেন্দ্র নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক যারা ভোটার নন তাদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।  

এর আগে সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। এই পৌরসভায় ব্যালট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোটার উপস্থিতি ছিল খুবই কম।  

নির্বাচনে দুই মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।