ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লালখানবাজারে সংঘর্ষ: ‘কিশোর গ্যাং লিডার’ শরীফ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
লালখানবাজারে সংঘর্ষ: ‘কিশোর গ্যাং লিডার’ শরীফ গ্রেফতার

চট্টগ্রাম: নগরের লালখানবাজার এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর গণসংযোগ শুরুর আগে সেখানে অপেক্ষারত আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় পুলিশের তালিকাভুক্ত ‘কিশোর গ্যাং লিডার’ মো. শরীফকে (৩০) গ্রেফতার করেছে পুুলিশ।  

রোববার (১৭ জানুয়ারি) মো. শরীফকে গ্রেফতারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

 

গ্রেফতার মো. শরীফ লালখানবাজারের বাঘঘোনা এম আর সিদ্দিক গেইট এলাকার বাসিন্দা মো. রহিমের ছেলে। লালখানবাজারের বাঘঘোনা এলাকায় শরীফ ‘ডেকচি শরীফ’ নামে পরিচিত।

তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

শরীফকে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মো. আব্দুর রউফ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান বাংলানিউজকে বলেন, শনিবার বিকেলে লালখানবাজার এলাকায় সংঘর্ষের ঘটনায় দুইটি মামলা দায়ের হয়েছে। রাতে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মো. শরীফকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। শরীফকে এর আগে আমরাও কয়েকবার গ্রেফতার করেছি।  

শনিবার বিকেলে রেজাউল করিম চৌধুরীর গণসংযোগ শুরুর আগে সেখানে অপেক্ষারত কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মো. বেলাল এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষের ঘটনায় আবুল হাসনাত বেলালের পক্ষে মোহাম্মদ আলী এবং দিদারুল আলম মাসুমের পক্ষে মো. মাঈনুদ্দিন হাবিব বাদি হয়ে পৃথক মামলা দায়ের করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।