ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তেল পরিমাপে কারচুপি, দুই ফিলিং স্টেশনকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
তেল পরিমাপে কারচুপি, দুই ফিলিং স্টেশনকে জরিমানা

চট্টগ্রাম: জ্বালানি তেল পরিমাপে কারচুপি করায় কর্ণফুলী উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিসের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুই ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন।

বুধবার (২০ জানুয়ারি) কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা এ অভিযানে নেতৃত্ব দেন।

বিএসটিআই'র উপ-পরিচালক মোসতাক আহমেদ বাংলানিউজকে জানান, অভিযানে আমিন উল্লাহ ট্রেডিং করপোরেশন ফিলিং স্টেশন ও কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশন লিমিটেড নামের দুইটি ফিলিং স্টেশনকে পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে বার আউলিয়া বেকারিকে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও মোড়কজাত করে বিক্রি, সনদ ছাড়া লোগো ব্যবহার করায় বিএসটিআই আইন অনুযায়ী ৩০ হাজার এবং আধুনিক বেকারি নামে অন্য একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

 

অভিযানে সহায়তা করেন বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার রাজীব দাশগুপ্ত ও প্রকৌশলী মো. জিল্লুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এআর/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।