ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

'শহীদ আসাদের আত্মত্যাগ প্রেরণার উৎস হয়ে থাকবে'

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
'শহীদ আসাদের আত্মত্যাগ প্রেরণার উৎস হয়ে থাকবে'

চট্টগ্রাম: সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেছেন, পাকিস্তানি স্বৈরশাসকের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে ১৯৬৯ এর ২০ জানুয়ারি পুলিশের গুলিতে শহীদ আসাদুজ্জামানের মৃত্যুর পর তিন দিনের শোক পালন শেষে ২৪ জানুয়ারি বঙ্গবন্ধুর ৬ দফা ও ছাত্রসংগ্রাম পরিষদের ১১ দফার ভিত্তিতে রাজপথে বাংলার মানুষের বাঁধভাঙা জোয়ারে সংগঠিত হয় ঐতিহাসিক গণ অভ্যুত্থান।  

তিনি বলেন, বাংলাদেশের অভ্যুদয়ের সংগ্রামে শহীদ আসাদের আত্মত্যাগের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণার উৎস হয়ে থাকবে।

বুধবার (২০ জানুয়ারি) সকালে শহীদ আসাদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে বেদারুল আলম চৌধুরী বেদার এসব কথা বলেন।

আলোচনায় অংশ নেন আবদুল মালেক খান, অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মো. কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার এয়াকুব মুন্না, নবী হোসেন সালাউদ্দিন, এম এ হাসান, ইমরান হোসেন ইমু, অ্যাডভোকেট সৈকত দাশগুপ্ত,কোহিনুর আকতার, ভাস্কর দেব, এস এম রাফি, সেলিম উদ্দিন, সোহেল মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এসকে/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।