ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তারেক সোলেমান দুঃসময়ের কাণ্ডারি: নওফেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
তারেক সোলেমান দুঃসময়ের কাণ্ডারি: নওফেল

চট্টগ্রাম: আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, তারেক সোলেমান বিএনপি-জামায়াত জোট বিরোধী আন্দোলনের দুঃসময়ে কাণ্ডারি ছিলেন।  

বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় আলকরণের তারেক সোলেমানের বাসায় যান নওফেল।

তিনি প্রয়াত এই নেতার পরিবারকে সান্ত্বনা দেন।

এর আগে সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ সালামও তারেক সোলেমানের বাসায় গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দেন।

শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, তারেক সোলেমান সেলিম দুঃসময়ে আওয়ামী পরিবারের একজন সাহসী সৈনিক ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী পরিবারের যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়।

নওফেল এ সময় তারেক সোলেমান সেলিমের পরিবারকে যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।