ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঘর ভাড়া নিয়ে জুয়ার আসর, গ্রেফতার ৯ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
ঘর ভাড়া নিয়ে জুয়ার আসর, গ্রেফতার ৯  ...

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানাধীন আবিদারপাড়া এলাকার একটি জুয়ার আসর থেকে মূলহোতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে আবিদারপাড়া বিল্লাপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেফতার নয়জন হলেন- মো. রুবেল (২৫), মো. জসিম (৩০), মো. মনির (৩০), সিরাজ (৫০), সুমন (৩৫), মো. মনির (৫০), মো. জাহাঙ্গীর আলম (৪৫), খোকন (২৮) ও নুরুজ্জামান (৪৫)।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ঘরভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলছিল। বাবুলের ভাড়াঘরে রোববার অভিযান চালিয়ে এ আসর উচ্ছেদ করা হয়। এ সময় নগদ ২ হাজার ৮১০  টাকা, জুয়ার সরঞ্জামাদি সহ ৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।