ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়তলীতে অস্ত্রসহ গ্রেফতার যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
পাহাড়তলীতে অস্ত্রসহ গ্রেফতার যুবক

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানাধীন সিগন্যাল কলোনি এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ মো. মোশাররফ হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

গ্রেফতার মো. মোশাররফ হোসেন কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানাধীন ময়ুরা এলাকার বজলুর রহমানের ছেলে।

তিনি পাহাড়তলীর সিগন্যাল কলোনি এলাকায় বসবাস করেন।  

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বাংলানিউজকে বলেন, সিগন্যাল কলোনি এলাকা থেকে অস্ত্রসহ ও গুলিসহ মো. মোশাররফ হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, ২৫ জানুয়ারি ভোর ৬টা থেকে ২৯ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও বহন নিষিদ্ধ থাকবে। যারা এই আদেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে ‘দ্য আর্মস অ্যাক্ট’ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।