ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যাত্রী, ড্রাইভার সেজে ছিনতাই, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
যাত্রী, ড্রাইভার সেজে ছিনতাই, গ্রেফতার ২

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানাধীন আবিদারপাড়া এলাকা থেকে আকবর ও হারুন নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।  তাদের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে আবিদারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, আকবর ও হারুন পেশাদার ছিনতাইকারী।

তারা সিএনজি অটোরিকশায় চড়ে ঘুরে বেড়ায়। এরপর টার্গেট দেখলে নেমে যায়। সোমবার দুপুরে আবু হানিফ নামে একটি ফুড প্যাকেজিং কোম্পানির ডেলিভারিম্যানের ৯ হাজার টাকা ছিনিয়ে পালানোর চেষ্টা করে। আবু হানিফ তখন দৌড়ে তার গাড়ির দরজা আটকে রাখে। পরে তার চিৎকার শুনে আশেপাশের লোক এসে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।  

গ্রেফতার আকবরের বিরুদ্ধে দুইটি এবং হারুনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।