চট্টগ্রাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ক্রীড়া মনস্ক প্রজন্ম তৈরিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি প্রতিষ্ঠানের এগিয়ে আসা প্রশংসনীয়। সিজেকেএস, বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে ৪৬টি ইভেন্টে খেলাধুলার আয়োজন করা হয়।
তবে এ ধারা এগিয়ে নিতে হলে ব্যক্তি প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন একাডেমি বা ক্লাব গড়ে তোলা সময়ের দাবি হয়ে উঠেছে। সেই বিবেচনা থেকে সানোয়ারা গ্রুপ চান্দগাঁও এলাকায় প্রতিষ্ঠা করেছে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট। সমাজে ক্রীড়াবিদ তৈরির ক্ষেত্রে এ প্রতিষ্ঠান প্রশংসনীয় ভূমিকা পালন করছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) নগরের পুরাতন চান্দগাঁও কোয়ালিটি স্কুল অব ক্রিকেট একাডেমির উদ্যোগে একাডেমি মাঠে মুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএসের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন জাহাঙ্গীর।
টুর্নামেন্টের ফাইনালে ঢাকা সিটি ক্লাব ২২ রানে বিএসসি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। টসে জিতে বিএসসি ক্লাব প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে ঢাকা সিটি ক্লাব ২০ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বিএসসি ক্লাব ১৯ দশমিক ১ ওভারে ১২৪ রানে অলআউট হয়ে যায়। ঢাকা সিটির সৌনক ৩ ওভার ১ বলে ১২ রান দিয়ে ৪টি উইকেট নিয়ে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। টুর্নামেন্টে ৪৮টি দল অংশ নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এআর/টিসি