ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোরকা পরা শিক্ষিকার সেলফির ছবিতে ফারজানার সাফল্য 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
বোরকা পরা শিক্ষিকার সেলফির ছবিতে ফারজানার সাফল্য  ...

চট্টগ্রাম: বোরকা পরা শিক্ষিকার দুই চোখ আর দুই হাত দেখা যাচ্ছে। ডান হাতে আধুনিক মোবাইল ফোনের সেট।

পেছনে এক ঝাঁক মাদ্রাসা শিক্ষার্থী। ছাত্রদের মাথায় টুপি, একমাত্র  মেয়েটির মাথায় হেজাব।
সবার মুখে হাসির ঝিলিক। পেছনে ছোট বড় জাহাজের সারি।   

নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে ২০১৯ সালে এ দৃশ্য নিজের ক্যামেরায় বন্দি করেছিলেন তরুণ আলোকচিত্রী শাহরিয়ার ফারজানা। সেই ছবিই ‘চেঞ্জ দ্য থট’ নামে জাপানের ‘৮১তম ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক স্যালন অব জাপান (দ্য আশাহি শিমবুন)’-এ ‘অনারেবল মেনশন’ পুরস্কার অর্জন করেছে।  

জাপানের টোকিওতে আগামী ৩ এপ্রিল থেকে বছরব্যাপী অনুষ্ঠেয় এ আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য ৭৭টি দেশের ১১ হাজার ৮৪১টি ছবি এসেছিল। এর মধ্যে  মাত্র ১১১টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। পুরস্কার পাওয়া ছবিগুলো মার্চের শেষে ফটো-আশি.কম (www.photo-ashi.com) ওয়েবসাইটে দেখা যাবে।  

প্রতিক্রিয়া জানতে চাইলে শাহরিয়ার ফারজানা বাংলানিউজকে বলেন, মাদ্রাসার ধর্মীয় রক্ষণশীল পরিবেশে বেড়ে উঠলেও আধুনিক স্মার্টফোনের নানাবিধ ব্যবহার তথা ডিজিটাল প্রযুক্তির প্রতি সাধারণ মানুষেরও আগ্রহ বাড়ছে এবং তাদের চিন্তাচেতনায় বেশ পরিবর্তনের ছোঁয়া লাগছে সেটা তুলে ধরার চেষ্টা করেছি আমি। ১১১টি ছবির মধ্যে আমার ছবিটি নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত খুশি হয়েছি।   

শাহরিয়ার ফারজানার জন্ম চট্টগ্রামের বাঁশখালীতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শোয়েব ফারুকীর হাত ধরে ফটো আর্ট ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার ফারজানার আলোকচিত্রে হাতেখড়ি। ছবি তোলার পাশাপাশি শাহরিয়ার ফারজানা নিয়মিত প্রকাশিত নারীসচেতনতামূলক কাগজ নারীকণ্ঠের প্রকাশক ও সম্পাদক। এ ছাড়া তিনি ‘নারীকণ্ঠ স্বপ্নডানা’ নামে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এ প্রতিষ্ঠান ইতিমধ্যে বহু সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছে, যেগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রীদের সচেতনতার জন্য সেমিনার ও আলোচনা সভার আয়োজন, পথশিশুদের জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা, নারীদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্বতন্ত্র টয়লেট নির্মাণের দাবিতে প্রচারণা ইত্যাদি।  

এ পর্যন্ত তার ৭৯টি ছবি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এগুলোর মধ্যে ‘পিংক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২০’-এ ‘হাইলি রিকমন্ডেড অ্যাওয়ার্ড’, ‘ইন্টারন্যাশনাল কমপিটিশান ইউনিভার্সাল ইমেজ সার্কিট ২০২০ জেসিএম’-এ ‘ডব্লিউপিএআই গোল্ড মেডাল’, ‘সেকেন্ড জর্জিয়া ইন্টারন্যাশনাল ফটো স্যালন ২০২০’-এ ‘স্যালন সিলভার মেডাল’, ‘ইন্টারন্যাশনাল স্যালন নিউ ইয়র্ক (আইএসএনওয়াই) ২০২০’-এ ‘ফিয়াপ এইচএম রিবন’, ‘ফোর্থ বিপিএস ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কমপিটিশান অ্যান্ড এক্সিবিশান ২০১৯’-এ ‘পিএসএ গোল্ড মেডাল’, ‘ফোয়েনিক্স ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি প্লান্ট অ্যাওয়ার্ড ২০১৯-এ ‘পিএসএ গোল্ড মেডাল’, ইউনেস্কোর ‘কালার্স অব বাংলাদেশ ২০১৯’-এ ‘বেস্ট ফিমেল ফটোগ্রাফার অ্যাওয়ার্ড’, ‘ফোরটিন্থ  বিপিএস-এইচপি ২০১৯’-এ ‘বেস্ট ফিমেল ফটোগ্রাফার অ্যাওয়ার্ড’, ‘সেভেন্থ অলিম্পিক ফটো সার্কিট ইস্টারন্যাশনাল ফটোগ্রাফি কমপিটিশান অ্যান্ড এক্সিবিশান ২০১৯’-এ ‘পিএসএ গোল্ড মেডাল’, ‘থার্ড মাজফুজ উল্লাহ মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট ২০১৯’-এ ‘পিএসএ গোল্ড মেডাল’, ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কমপিটিশান অ্যান্ড এক্সিবিশান ২০১৯’-এ ‘এফআইপি সিলভার অ্যাওয়ার্ড’ ইত্যাদি উল্লেখযোগ্য।  

আলোকচিত্রে বিশেষ অবদান ও বিভিন্ন সামাজিক কাজের স্বীকৃতি হিসেবে শাহরিয়ার ফারজানা ব্রিটিশ কাউন্সিলের ‘লিপিং বাউন্ডারিস ২০১৯’, রোটারি ক্লাব অব অ্যানশেন্ট চিটাগাং ও রোটারি ক্লাব অব সাগরিকার ‘ভোকেশনাল এক্সেলেন্সি অ্যাওয়ার্ড ২০১৯’, জীবনের জন্য ফাউন্ডেশনের মাদার তেরেসা শাইনিং পারসোনালিটি অ্যাওয়ার্ড ২০১৭ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।