ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

র‌্যাংকস এফসি’র ওপেন স্কাই পার্ক ট্যারেস প্রকল্পের নির্মাণকাজ শুরু 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
র‌্যাংকস এফসি’র ওপেন স্কাই পার্ক ট্যারেস প্রকল্পের নির্মাণকাজ শুরু  ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম: নগরের অভিজাত খুলশী এলাকাধীন নাসিরাবাদ প্রপার্টিজ এক নম্বর সড়কে নির্মিত হচ্ছে র‌্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেড এর ওপেন স্কাই ট্যারেস অ্যাপার্টমেন্ট প্রকল্প ‘পার্ক ট্যারেস’।

রোববার (৭ ফেব্রুয়ারি) নাসিরাবাদ প্রপার্টিজের ১ নম্বর সড়কের প্রকল্প এলাকায় ফিতা কেটে এ প্রকল্পের আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হয়।

 

র‌্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফাহিম ফারুক চৌধুরী এবং সিইও প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, ভূমি মালিক ক্যাপ্টেন আনাম, ওয়ার্ড কমিশনার ওয়াসিম উদ্দিন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়াকে সঙ্গে নিয়ে প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন।  

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাংকস এফসি প্রপার্টিজের জেনারেল ম্যানেজার (কনস্ট্রাকশন) বিশ্বজিত চৌধুরী,  জিএম (ফিন্যান্স) হানিফ বিল্লাহ, এজিএম (বিজনেস ডেভলপমেন্ট) সঙ্গিতা কর্মকার, এজিএম (সেলস) মো. মহিউদ্দিন।

এছাড়া র্যাং কস এফসি প্রপার্টিজের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যাংকস এফসি প্রপার্টিজের বিপণন বিভাগের উপ-ব্যবস্থাপক ওয়াজউদ্দিন চৌধুরী মিলন জানান, বিলাসবহুল এই প্রকল্পে প্রতিটি ফ্লোরে থাকছে মাত্র একটি করে ইউনিট। বিশালাকার ওপেন টু স্কাই ট্যারেস প্রকল্পটিকে দিয়েছে নিজস্বতা। ভার্টিক্যাল গ্রীণসহ আধুনিক জীবনযাপনের সব ধরনের সুবিধা থাকছে প্রকল্পটিতে।

র‌্যাংকস এফসি’র বিক্রয় ব্যবস্থাপক রায়হান ইসলাম জানান, প্রকল্পটির নির্মাণ শুরুর আগেই ৮০ শতাংশ অ্যাপার্টমেন্ট বিক্রয় হয়ে গেছে। কেবলমাত্র ৩০৫৮ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট বিক্রয়যোগ্য রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।