ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে টিকা কার্যক্রম নিবন্ধনের ওয়েবসাইট ডাউন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
চট্টগ্রামে টিকা কার্যক্রম নিবন্ধনের ওয়েবসাইট ডাউন ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: করোনার টিকা কার্যক্রম নিবন্ধনের ওয়েবসাইট ‘সুরক্ষা’ www.surokkha.gov.bd ডাউন থাকায় নিবন্ধন কার্যক্রম থমকে গেছে। ফলে বিকল্প উপায়ে নিবন্ধন চলছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে এই সমস্যা দেখা দেয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপিত নিবন্ধন বুথে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বাংলানিউজকে বলেন, আপাতত সার্ভার ডাউন থাকায় আমরা বিকল্প উপায়ে টিকা নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছি।

এতে কোনো সমস্যা হচ্ছে না। কারণ বেশিরভাগ আগ্রহীকে বাসা থেকে নিবন্ধন করে আসার কথা বলা হয়েছে। কেউ হাসপাতালে এসে নিবন্ধন করতে চাইলে তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামে গতকাল থেকে শুরু হয়েছে করোনার টিকা প্রদান কার্যক্রম। অনলাইনে নিবন্ধনের ব্যবস্থা রাখা হলেও হাসপাতালে এসে যাতে কাউকে ফিরে যেতে না হয় সেজন্য বুথেও নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।