ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির ৪ হলে তল্লাশি, ২৩ শিক্ষার্থীর পরিচয়পত্র জব্দ 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
চবির ৪ হলে তল্লাশি, ২৩ শিক্ষার্থীর পরিচয়পত্র জব্দ  ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: করোনাকালে বন্ধ থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

এসময় অবৈধভাবে হলে অবস্থান নেওয়া ২৩ শিক্ষার্থীর পরিচয়পত্র জব্দ করা হয়।

 

সোমবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি পুলিশের সহযোগিতায় এ তল্লাশি অভিযান চালায়।

এসময় চবির শাহজালাল হল, শাহ আমানত হল, এ এফ রহমান হল এবং আলাওল হলে তল্লাশি চালানো হয়।

তল্লাশির পর এ এফ রহমান হলে ২০ জন ও আলাওল হলে ৩ জন শিক্ষার্থীকে পাওয়া যায়।  

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চারটি হলে তল্লাশি চালিয়েছি আমরা। অবৈধভাবে হলে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের পরিচয়পত্র জব্দ করা হয়েছে। তাদেরকে প্রক্টর কার্যালয়ে দেখা করতে বলেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।