ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
চন্দনাইশ পৌরসভা নির্বাচনে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু নিহত মো. হাবিব

চট্টগ্রাম: চন্দনাইশ পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন মো. হাবিব (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

রোববার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভূইঁয়া।

নিহত মো. হাবিব চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এলাকার আনোয়ার প্রকাশ লেদু মিয়ার ছেলে।  

গত ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভার নির্বাচনে দু'পক্ষের সংঘর্ষ চলাকালীন গুলিবিদ্ধ হন হাবিব।

গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার বাংলানিউজকে বলেন, চন্দনাইশ পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন মো. হাবিব নামে এক যুবক মারা গেছেন। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।