ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভারতে সম্মাননা পাচ্ছেন ডা. বিদ্যুৎ বড়ুয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
ভারতে সম্মাননা পাচ্ছেন ডা. বিদ্যুৎ বড়ুয়া ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম: করোনাকালে অবদান রাখায় সম্মাননা পাচ্ছেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া।  

ভারতের ত্রিপুরা রাজ্যের বহুল প্রচারিত দৈনিক ‘হেডলাইন্স ত্রিপুরা’ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সোনারতরী হোটেলে দেশ-বিদেশের চিকিৎসকদের এ সম্মাননা জানাবে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিশেষ অতিথি থাকবেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শুভাকারানানন্দ।

অনুষ্ঠানে কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডা. কুণাল সরকার, ডা. অরুণা তাঁতি, ডা. শুভজ্যোতি ভৌমিক, ভেলোরের চিকিৎসক দেবাশিস দত্ত, দিল্লি ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ডা. কিশলয় দত্ত, হরিয়ানার চিকিৎসক ডা. জয়া দেববর্মণ, লন্ডনের চিকিৎসক ডা. ডি গোলাটি, বাংলাদেশের চিকিৎসক ডা. বিদ্যুৎ বড়ুয়া ও ডা. তুষার মহম্মদ তালুকদার, আমেরিকার ড. পর্ণালী ধর চৌধুরী, ডা. প্রদীপ ভৌমিক, ডা. তপন মজুমদার ও ডা. সংগীতা চক্রবর্তীকে সম্মাননা জানানো হবে।
 
উল্লেখ্য, ডা. বিদ্যুৎ বড়ুয়া ২০২০ সালের মার্চ-এপ্রিল মাসে করোনা সংক্রমণের শুরুতে মাত্র ১৫ দিনে বেসরকারি উদ্যোগে প্রথম করোনা বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেন।  
 
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।