ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাক্ষী না আসায় শিবির ক্যাডার নাছিরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
সাক্ষী না আসায় শিবির ক্যাডার নাছিরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি ...

চট্টগ্রাম: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে হত্যাচেষ্টার মামলায় শিবির ক্যাডার নাসির উদ্দিনের বিরুদ্ধে সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি।

রোববার ( ২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। আসামি শিবির ক্যাডার নাসির উদ্দিনকে আদালতে হাজির করা হয়েছিল।

কিন্তু আদালতে সাক্ষী না আসায় বিচারক পরবর্তী দিন ধার্য করেন।  

চট্টগ্রামের ফটিকছড়ি থানার মামলা ০৬(৫) ১৯৯২, জি.আর ৩৭/১৯৯২ নম্বর মামলায় চার্জশিটভুক্ত ২৬ জনের মধ্যে শিবির ক্যাডার নাছির উদ্দিন ১ নম্বর আসামি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।