ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর মাসুম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
চসিকের আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর মাসুম

চট্টগ্রাম: স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর পদে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সালাম মাসুম।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার কামরুল আলম।

 

নির্বাচনে ৪ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লাটিম প্রতীক নিয়ে আবদুস সালাম মাসুম পেয়েছেন ৩ হাজার ৩৫০ ভোট, বিদ্রোহী প্রার্থী ইয়াসিন আরাফাত পেয়েছেন ৭৭০ ভোট, বিএনপি মনোনীত প্রার্থী মো. দিদারুল রহমান লাভু পেয়েছেন ৩৫৮ ভোট এবং আরেক কাউন্সিলর প্রার্থী হানিফ ভূঁইয়া পেয়েছেন ২৫ ভোট।

আলকরণ ওয়ার্ডের সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম বাংলানিউজকে বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট দিয়েছেন ৪ হাজার ৫০৩ জন। যা শতাংশের হিসেবে ২৯ দশমিক ৬৪ শতাংশ।

এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ১৬৮ জন। ভোটকেন্দ্র ৭টি। বুথের সংখ্যা ৪২টি।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।