ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবসরপ্রাপ্ত নৌ-সদস্যদের মিলনমেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
অবসরপ্রাপ্ত নৌ-সদস্যদের মিলনমেলা ...

বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত নৌ সদস্যদের সেবামূলক সংগঠন ‘আমরা অবসরপ্রাপ্ত নাবিক’র ষষ্ঠবর্ষের তৃতীয় মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার হোটেল রাজমণিঈসাখাতে অনুষ্ঠিত মিলনমেলায় বিভিন্ন জোনের ছয়শ’ সদস্য অংশ নেন।

অতিথি ছিলেন মহান স্বাধীনতাযুদ্ধে ‘অপারেশন জ্যাকপটে’ নেতৃত্ব দানকারী কমডোর আব্দুল ওয়াহেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিষয়াবলি ইউনিটের সচিব ও আন্তর্জাতিক সিবেড অথরিটির কাউন্সিলর রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলম ও পিএইচপি পরিবারের ভাইস চেয়ারম্যান, দক্ষিণ কোরিয়ার অনারারি কনসাল মোহাম্মদ মহসীন।
 

বর্তমানে দেশে ১১টি জোনাল কমিটির মাধ্যমে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমসহ জাতীয় দিবস পালন করে আসছে সংগঠনটি।  মিলনমেলায় পুরনো দিনের সহকর্মীদের পেয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।  

মিলনমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শফিকুর রহমান বলেন, এ জীবন চলার পথে আমরা কেউ দীর্ঘস্থায়ী নই। বাস্তবতাকে মেনে নিয়ে আমরা একসময়ের সহকর্মী এখন অবসরে গিয়ে দূরের বাসিন্দা। দূর সীমানার বাইরে চলে গেলেও পুরনো অন্তরে অটুট থেকে যায় যেন আন্তরিকতার টানে। সুখে-দুঃখে সহানুভূতির হাত বাড়িয়ে পাশে থাকুক বিশ্বস্ত হয়ে বন্ধুত্বের হাত। অনন্তকাল ভালোবাসার বন্ধনে মজবুত হয়ে থাক আমাদের বন্ধুত্বের বন্ধন।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।