চট্টগ্রাম: পটিয়ার মুরারী খালে কালারপোল সেতু এলাকার একটি পুরনো পিলারে ধাক্কা লেগে ৭০০ টন পাথর বোঝাই বাল্ডহেড (নৌযান) ডুবে গেছে। এ ঘটনায় রহমত আলী ও আবুল কালাম মুন্সী নামের দুইজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২ মার্চ) সকালে আরেকটি নির্মাণাধীন সেতুর জন্য নগরের মাঝিরঘাট থেকে পাথর নিয়ে যাচ্ছিল বাল্কহেডটি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স'র ডুবুরি দলের লিডার বিপ্লব কুমার নাথ ঘটনাস্থলে বাংলানিউজকে বলেন, পানির তীব্র স্রোতের কারণে নিখোঁজদের উদ্ধারে তল্লাশিকাজে বিঘ্ন ঘটছে। আমরা ডুবে যাওয়া বাল্কহেড সার্চ করেছি।
বাল্কহেডে থাকা একজন শ্রমিক জানিয়েছেন, ২৪ জন শ্রমিকসহ পাথরবোঝাই বাল্কহেডটি সাইটে যাওয়ার পথে পানিতে ডুবে থাকা একটি পুরনো পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তলা ফেটে যায় এবং কয়েক মিনিটের মধ্যে ডুবে যায়। এ সময় একজন শ্রমিক লাফ দিয়েছিলেন, আরেকজন ঘুমিয়ে ছিলেন। তারা দুইজন নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
এআর/টিসি