চট্টগ্রাম: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৬ মার্চ) দুপুর ১ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক মো. জাহাঙ্গীর বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৩৫ বছরের ওই অজ্ঞাত ব্যক্তিকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায় চিকিৎসক।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বাংলানিউজকে বলেন, সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় অজ্ঞাত ব্যক্তিকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
এসি/টিসি