ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর উজ্জীবনী শব্দায়ন মুক্তির সংগ্রামে ধাবিত করেছিল: ডা. ইসমাইল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
বঙ্গবন্ধুর উজ্জীবনী শব্দায়ন মুক্তির সংগ্রামে ধাবিত করেছিল: ডা. ইসমাইল বক্তব্য দেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. মো. ইসমাইল খান।

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. মো. ইসমাইল খান বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের চেতনায় উজ্জীবিত হয়ে সকল অপশক্তিকে পরাজয় করতে হবে। বঙ্গবন্ধুর উজ্জীবনী শব্দায়ন সেদিন বাঙালি জাতিকে প্রবঞ্চক পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তির সংগ্রামে ধাবিত করেছিল।


  
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হলরুমে রোববার (৭ মার্চ) সকাল ১০টায় ‘৭ মার্চের ভাষণ ও তাৎপর্য’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
  
বিশেষ আলোচক ছিলেন বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. দেলোয়ার হোসেন, পরিচালক (অর্থ) মাসুদুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্টার ডা. হাসিনা নাসরিন, উপ-পরিচালক (পরিকল্পনা-উন্নয়ন) ডা. বিদ্যুৎ বড়ুয়া প্রমুখ।
 

দিনের শুরুতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান এর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।